ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

মনফিলস সরে যাওয়ায় ফাইনালে নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
মনফিলস সরে যাওয়ায় ফাইনালে নাদাল রাফায়েল নাদাল-ছবি:সংগৃহীত

অ্যাঙ্কেল ইনজুরির কারণে রজার্স কাপের সেমিফাইনাল থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন গায়েল মনফিলস। ফলে কোনো শট খেলা ছাড়াই আসরটির ফাইনাল নিশ্চিত করলেন রাফায়েল নাদাল।

বিশ্বের দ্বিতীয় বাছাই স্প্যানিশ নাদালের বিপক্ষে শেষ চারের ম্যাচে খেলার আশা করলেও, চোট এগোতে দেয়নি ফ্রেঞ্চম্যান মনফিলসকে। এর আগে কোয়ার্টার ফাইনালে রবের্তো বাতিস্তা আগাটের সঙ্গে জয়ের ম্যাচে চোট পান তিনি।

এদিকে ফাইনাল নিশ্চিত করা নাদাল শিরোপা নির্ধারণী ম্যাচে পেয়েছেন রাশিয়ার দানিল মেদভেদেভকে। ষষ্ঠ বাছাই মেদভেদেভ সেমিফাইনালের আরেক ম্যাচে কারেন কাচাহনোভাকে ৬-১ ও ৭-৬ (৮-৭) সেটে হারিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ