ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে নাদাল-হালেপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে নাদাল-হালেপ নাদাল ও সিমোনা হালেপ

ইউএস ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছেন রাফায়েল নাদাল। তিনবারের চ্যাম্পিয়নের কাছে ৬-৩, ৬-২, ৬-২ গেমে রীতিমত উড়ে গেছেন অস্ট্রেলিয়ান টেনিস তারকা জন মিলম্যান। 

ইউএস ওপেনের গত আসরে কোয়ার্টার ফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরারকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন মিলম্যান। কিন্তু এবার আর তাকে সেই রূপকথার পুনরাবৃত্তি ঘটাতে দেননি নাদাল।

 

গত আসরে হাঁটুর ইনজুরির কারণে সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিলেন নাদাল। কিন্তু এবারের গ্র্যান্ড স্ল্যাম বেশ দারুণভাবেই শুরু করেছেন স্প্যানিশ কিংবদন্তি। প্রথম সেটে প্রতিপক্ষ কিছুটা লড়াই করতে পারলেও পরের দুই সেটে ঠিকই আধিপত্য দেখিয়েছেন তিনি।

পরের ম্যাচে দ্বিতীয় বাছাই নাদালের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ান ওয়াইল্ড কার্ডধারী থানাসি কোকিনাকিস।

এদিকে মেয়েদের ওপেনে মার্কিন টেনিস তারকা নিকোল গিবসকে ৬-৩, ৩-৬, ৬-২ গেমে হারিয়েছেন উইম্বল্ডন চ্যাম্পিয়ন সিমোনা হালেপ।

রোমানিয়ান চতুর্থ বাছাই গত দু’বারের মতো এবারও প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ার ঝুঁকিতে ছিলেন। কিন্তু দ্বিতীয় সেট হারার পর শেষ সেটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেন।  

হালেপের পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ মার্কিন বাছাই টেইলর টাউনসেন্ড। এবারের আসর জিততে পারলে ইতিহাসে নাম লেখা হয়ে যাবে হালেপের। ২০১২ সালে সেরেনা উইলিয়ামস উইম্বলডন জেতার পর ইউএস ওপেন জেতার কীর্তি গড়েছিলেন। একই কাতারে নাম লেখাতে অবশ্য এখনও অনেকটা পথে পাড়ি দিতে হবে হালেপকে।

এদিকে অবাছাই থমাস ফ্যাবিয়ানোর কাছে ৬-৪, ৩-৬, ৬-৩, ৬-২ গেমে হেরে বিদায় নিয়েছেন ছেলেদের টেনিসের চতুর্থ বাছাই ডমিনিক থিয়েম। ফলে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন এবারও অধরা রয়ে গেল চলতি বছর ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে ফেদেরারকে হারিয়ে দেওয়া অস্ট্রেলিয়ান টেনিস তারকার।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ