ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে নাদাল রাফায়েল নাদাল: ছবি-সংগৃহীত

দুর্দান্ত জয়ে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন রাফায়েল নাদাল। দ্বিতীয় বাছাই স্প্যানিশ তারকা চার সেটের লড়াইয়ে হারিয়েছেন একবারের ইউএস ওপেনজয়ী মারিন চিলিচকে।

নাদালের খেলা দেখতে নিউইয়র্কের ফ্ল্যাশিং মিডোতে এসেছিলেন টাইগার উডস। গলফ কিংবদন্তিকে নিরাশ করেননি ৩৩ বছর বয়সী তারকা।

প্রথম সেটে দুর্দান্ত জয় পান নাদাল।
দ্বিতীয় সেটে সমতায় ফিরেন ২২তম বাছাই ক্রোয়েশিয়ান তারকা চিলিচ। এরপর দুর্দান্তভাবে পরের দুই সেট জিতে নেন নাদাল। তিনবারের ইউএস ওপেনজয়ী কোয়ার্টারে পা রাখেন ৬-৩, ৩-৬, ৬-১ ও ৬-২ গেমে জিতে।

শেষ চারে যাওয়ার লড়াইয়ে ১৮টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নাদাল মুখোমুখি হবেন ২০তম বাছাই আর্জেন্টিনার দিয়েগো শোয়ার্জম্যানের।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ