ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মোরশেদকে অব্যাহতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মোরশেদকে অব্যাহতি

ঢাকা: বাংলাদেশ টেনিস ফেডারেশনের বর্তমান এডহক কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোরশেদকে অব্যাহতি প্রদান করা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

'অসদাচারণ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের দায়ে' বৃহস্পতিবার (২১ নভেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তাকে অব্যাহতি প্রদান করে বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

সাধারণ সম্পাদকের পদ হতে গোলাম মোরশেদকে অব্যাহতি দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিমকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়।

মাসুদ করিম অল্প সময়ের মাঝে ফেডারেশনটির নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানায় মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ২৩৫২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
এমআইএইচ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ