ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

তৃতীয় রাউন্ড শেষে শীর্ষে রানী হামিদ, রাজীব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
তৃতীয় রাউন্ড শেষে শীর্ষে রানী হামিদ, রাজীব ছবি: সংগৃহীত

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে সার্ক দাবা চ্যাম্পিয়নশিপস-২০১৯ এর ওপেন বিভাগের তৃতীয় রাউন্ডের শেষে ৫ জন খেলোয়াড় পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

শীর্ষে আছেন গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, ভারতের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ নুবাইরশাহ শেখ ও ভারতের আন্তর্জাতিক মাস্টার প্রান্তিক রায়।

আড়াই পয়েন্ট নিয়ে ১০ জন খেলোয়াড় দ্বিতীয় স্থানে রয়েছেন।

তারা হলেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, পাকিস্তানে আন্তর্জাতিক মাস্টার মাহমুদ লোদী, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, অনত চৌধুরী, উতেন, মোঃ সাগর, ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় ও ভারতের সৌরথ বিশ্বাস।

মহিলা বিভাগের তৃতীয় রাউন্ডের খেলা শেষে আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও শ্রীলংকার দারামপ্রিয়া দেবনেথমি পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছেন। আড়াই পয়েন্ট নিয়ে আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন দ্বিতীয় স্থানে রয়েছেন।

দুই পয়েন্ট করে অজর্ন করেছেন মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা, মহিলা ক্যান্ডিডেট মাস্টার সামিহা শারমীন সিম্মী, নুশরাত জাহান আলো, আহমেদ ওয়ালিজা, মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস, কিশোয়ার সাজরীন ইভানা, ভারতের শেষ্ঠা সুরাই ও ইয়ন সরকার।

বুধবার (২৭ নভেম্বর) পুরানা পল্টনস্থ (শহীদ নজরুল ইসলাম সরনী) ফারস হোটেল এন্ড রিসোর্ট এর নিউ সিন্দুরপুর হলে উভয় বিভাগের তৃতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।

ওপেন বিভাগে তৃতীয় রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার রাজীব ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানকে, আন্তর্জাতিক মাস্টার নুবাইরশাহ ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরফি হোসেনকে, আন্তর্জাতিক মাস্টার প্রান্তিক রায় ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীফ হোসেনকে, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ আব্দুল মোমিনকে, গ্র্যান্ড মাস্টার জিয়া দেলোয়ার হোসেনকে, আন্তর্জাতিক মাস্টার লোদী তাহসিন তাজওয়ার জিয়াকে, ফিদে মাস্টার নাসির মোঃ মতিউর রহমান মামুনকে, ক্যান্ডিডেট মাস্টার নীড় ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদকে ও অনত মালদ্বীপের ক্যান্ডিডেট মাস্টার মোহাম্মদ হাসানকে পরাজিত করেন।

ফিদে মাস্টার আমিন উতেনের সাথে, ফিদে মাস্টার পরাগ সাগরের সাথে ও সৌরথ ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেকের বিপক্ষে ড্র করেন। আন্তর্জাতিক মাস্টার শাকিল মোঃ শরীয়তউল্লাহ বিরুদ্ধে ওয়াক-ওভার পান। মহিলা বিভাগের তৃতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ মহিলা ফিদে মাস্টার জাকিয়াকে, দাহামপ্রিয়া মহিলা ক্যান্ডিডেট মাস্টার সিম্মীকে, আন্তর্জাতিক মহিলা মাস্টার শিরিন মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভাকে, আলো ওয়াদিফা আহমেদকে, ওয়ালিজা ওয়ারসিয়া খুশবুকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাত আরিশা হোসেন তুবাকে, ইভানা তাসমিন সুলতানাকে, শ্রেষ্ঠা ঠাকুর জানিয়া হককে ও ইয়ন নাফিসা সুশরাত জাহানকে পরাজিত করেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ