ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

বাংলাদেশ পুলিশকে হারিয়েছে বিমান বাহিনী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
বাংলাদেশ পুলিশকে হারিয়েছে বিমান বাহিনী ছবি: সংগৃহীত

বিজয় দিবস হকি-২০১৯ টুর্নামেন্টের সপ্তম দিনে একটিই ম্যাচ হয়েছে। যেখানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। বাংলাদেশ পুলিশকে ৬-২ গোলে হারিয়েছে বিমান বাহিনী।

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশে হকি ফেডারেশনের আয়োজনে ‘ওয়ালটন রেফ্রিজারেটর বিজয় দিবস হকি-২০১৯’ টুর্নামেন্টের এবারের আসরে অংশ নিয়েছে ৬ টি দল।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর তিনটায় মাঠে নামে দুই দল।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করে দলকে লিড পাইয়ে দেন বিমানের বেলাল হোসেন। ম্যাচের ৩৮ মিনিটের মাথায় আরও একটি গোল করেন তিনি।

এছাড়া, বিমানের সজীব হোসেন ১৭ মিনিটে, ২৪ মিনিটে আর ৫৩ মিনিটে গোল করেন। বাকি গোলটি করেন রাজু আহমেদ, ম্যাচের ২০ মিনিটের মাথায়।

এদিকে, বাংলাদেশ পুলিশের হয়ে গোল করেন আফসার আলী (৪২ মিনিটে পিসি গোল) এবং নাহিদ লাবু (৫১ মিনিটে ফিল্ড গোল)।

রোববার (১৫ ডিসেম্বর) দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচের দুপুর তিনটায় মুখোমুখি হবে বাংলাদেশ নৌ বাহিনী-বিকেএসপি আর দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ছয়টায় মুখোমুখি হবে বাংলাদেশ সেনা বাহিনী-বাংলাদেশ বিমান বাহিনী।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ