ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

এশিয়ান হকি ফেডারেশনের কমিটিতে সাত বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এশিয়ান হকি ফেডারেশনের কমিটিতে সাত বাংলাদেশি ছবি:সংগৃহীত

এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) বিভিন্ন সাব কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশের সাত হকি সংশ্লিষ্ট কর্মকর্তা। এছাড়া এএইচএফের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে এশিয়ান হকির উন্নয়নে গুরুত্বপুর্ণ ভূমিকার রাখায় বাংলাদেশ হকি ফেডারেশনের জ্যেষ্ঠ সহ সভাপতি জনাব আব্দুর রশীদ শিকদারকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় এশিয়ান হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা। সভায় আসন্ন টোকিও অলিম্পিক ঘিরে রশীদ শিকদারকে একটি বিশেষ স্মারকও উপহার দেন এএইচএফ-এর সভাপতি ফুমিও ওগুরা ও প্রধাণ নির্বাহী তৈয়ব ইকরাম।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ সভাপতি ও এএইচএফের কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব সাজেদ এ. এ. আদেল।

সাব কমিটিতে স্থান পাওয়া বাংলাদেশিরা হলেন:
মোহাম্মদ কাওসার আলী (সদস্য, এএইচএফ গভরনেন্স প্যানেল)
জাহিদ হোসেন রাজু (সদস্য, এএইচএফ অ্যাথলেটস প্যানেল)
টুটুল কুমার নাগ (সদস্য, এএইচএফ কম্পিটিশন্স কমিটি)
মাকসুদুর রহমান (সদস্য, এএইচএফ আম্পায়ারিং কমিটি)
আ ন ম মামুন উর রশীদ (সদস্য, এএইচএফ ডেভেলপমেন্ট ও এনগেজমেন্ট কমিটি)
তারিক উজ জামান নান্নু (সদস্য, এএইচএফ রাজা আশমান শাহ হকি একাডেমী কমিটি)
আলমগীর আলম (সদস্য, এএইচএফ মাস্টার্স হকি প্যানেল)

উপরোক্ত কর্মকর্তাদের মাঝে জনাব জাহিদ হোসেন রাজু, টুটুল কুমার নাগ, তারিক উজ জামান নান্নু ও আলমগীর আলম বাংলাদেশ হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্বরত আছেন।

এছাড়া আগামী বছরের জুনে ঢাকায় অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু জুনিয়র ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স ও জুনিয়র এশিয়া কাপ ২০২০ এবং নভেম্বরে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি ২০২০ সামনে রেখে, আগামী ফেব্রুয়ারিতে সমঝোতা চুক্তি স্বাক্ষর করতে ঢাকায় আসবে এএইচএফ-এর প্রধাণ নির্বাহী তৈয়ব ইকরামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ