ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

বসুন্ধরা গলফ টুর্নামেন্টের পঞ্চম আসরের উদ্বোধন

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২০
বসুন্ধরা গলফ টুর্নামেন্টের পঞ্চম আসরের উদ্বোধন বসুন্ধরা গলফ টুর্নামেন্টের পঞ্চম আসরের উদ্বোধন-ছবি:বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারে তিন দিনব্যাপী ‘বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্টের-২০২০’র পঞ্চম আসর শুরু হয়েছে।

শনিবার (০৪ জানুয়ারি) সকাল ১০টায় সাভার গলফ ক্লাবে টুর্নামেন্টটির উদ্বোধন করেন সাভার গলফ ক্লাবের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল নোমান।

এসময় আরও উপস্থিত ছিলেন- ব্রিগেডিয়ার রকিব, ব্রিগেডিয়ার ইমরান, সাভার গলফ ক্লাবের গলফ ক্যাপ্টেন কর্নেল ইমানী, লেফটেন্যান্ট কর্নেল লোকমান ও সাভার গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর (অব.) এ এন এম আব্দুল আহাদ।

এদিকে উদ্বোধন শনিবার হলেও গত বৃহস্পতিবারই (০২ জানুয়ারি) বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পগোষ্ঠী বসুন্ধরা’র পৃষ্ঠপোষকতায় সাভার গলফ ক্লাবে (এসজিসি) এ টুর্নামেন্টটি শুরু হয়। যা চলবে শনিবার বিকেল পর্যন্ত।

বিকেলে বিজয়ী গলফারদের পুরস্কার বিতরণ করা হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান থাকবেন বলে জানা গেছে।

৮ ক্যাটাগরিতে প্রতিযোগিতা শুরু হয়েছে। এর মধ্য রেগুলার, ভেটেরান, সিনিয়র, সুপার সিনিয়র, রেগুলার ৯ লহ, লেডিস, জুনিয়র, সাব জুনিয়র ক্যাটাগরিতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৩০০ গলফার অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ