ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

অস্ট্রেলিয়ান ওপেনে জয়ে শুরু ফেদেরার-সেরেনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
অস্ট্রেলিয়ান ওপেনে জয়ে শুরু ফেদেরার-সেরেনার অস্ট্রেলিয়ান ওপেনে জয়ে শুরু ফেদেরারের

অস্ট্রেলিয়ান ওপেনে শুরুটা নিজের স্বভাবসুলভ ভাবেই করেছেন রজার ফেদেরার। মেলবোর্ন পার্কে এই আসরের ছয়বারের চ্যাম্পিয়ন স্টিভ জনসনকে সরাসরি সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেন।

রড লেভার অ্যারেনায় যুক্তরাষ্ট্রের জনসনকে ৬-৩, ৬-২ ও ৬-২ সেটে হারান সুইস কিংবদন্তি ফেদেরার।

বর্তমান পুরুষ টেনিসের তিন নাম্বার তারকা ফেদেরার গত নভেম্বরে এটিপি ফাইনালে সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন।

তবে এদিন জয় পেতে মাত্র ১ ঘণ্টা ২১ মিনিট সময় নেন।

এদিকে নারী এককে জয়ে শুরু করেছেন সেরেনা উইলিয়ামস। রাশিয়ান আনাসতাসিয়া পোতোপোভাকে ৬-০, ৬-৩ সেটে উড়িয়ে দেন এই মার্কিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ