ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

শুরুতেই শারাপোভার বিদায়, অনিশ্চিত পরের অস্ট্রেলিয়ান ওপেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
শুরুতেই শারাপোভার বিদায়, অনিশ্চিত পরের অস্ট্রেলিয়ান ওপেন মারিয়া শারাপোভা

মারিয়া শারাপোভা আগামী বছর অস্ট্রেলিয়ান ওপেনের কোর্টে নামতে পারবেন কিনা তা অনিশ্চিত। কারণ চলতি আসরে প্রথম রাউন্ডে বিদায় নিয়েছেন তিনি। যার ফলে রুশ সেনসেশন মেয়েদের এককের শীর্ষ বাছাইয়ে চলে যেতে পারেন ৩৫০-এ। বর্তমানে ১৪৫ নাম্বারে থেকে মেলবোর্ন পার্কে খেলতে নামেন শারাপোভা।

অথচ এক সময় টেনিশ বিশ্বের দাপুটে তারকাদের একজন ছিলেন তিনি। ৩২ বছর বয়সী তারকা ২০০৮ সালে জিতেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনও।

কিন্তু গত কয়েক বছর ধরে নিজেকে হারিয়ে খুঁজতে থাকা পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন এবার ৬-৩ ও ৬-৪ গেমে হেরেছেন ১৭তম বাছাই ক্রোয়েশিয়ার দোন্না ভেকিচের বিপক্ষে।

দীর্ঘদিন ধরে কাঁধের চোটে ভোগা শারাপোভা গত সেপ্টেম্বরে ইউএস ওপেনের পর এবারই প্রথম কোনো প্রতিযোগিতামূলক কোর্টে নামেন।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ