ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

দাপুটে জয়ে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
দাপুটে জয়ে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে নাদাল রাফায়েল নাদাল

আর্জেন্টিনার ফেদেরিকো দেলবোনিসকে সরাসরি সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন বিশ্বের এক নাম্বার বাছাই রাফায়েল নাদাল। 

স্প্যানিশ তারকা নাদাল ৭৬তম বাছাই ফেদেরিকোকে হারিয়েছেন ৬-৩, ৭-৬ (৭-৪) ও ৬-১ গেমে।  

আর একটি গ্র্যান্ড স্ল্যাম জিতলেই নাদাল ছুঁয়ে ফেলবেন পুরুষ এককে রেকর্ড ২০টি গ্র্যান্ড স্লামের মালিক রজার ফেদেরারকে।

সেই পথে সঠিক পথে অগ্রসর হচ্ছেন তিনি। ৩৩ বছর বয়সী নাদাল পরের ম্যাচে মুখোমুখি হবেন স্বদেশি তারকা ২৭তম বাছাই পাবলো কারেনো বুস্তার।  

নাদাল তার ক্যারিয়ারে একমাত্র অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন ২০০৯ সালে। বছরের প্রথম এই গ্র্যান্ড স্লামের লড়াইয়ে এবার তিনি এসেছেন শীর্ষ বাছাই হিসেবে।  

এই স্প্যানিয়ার্ড ছাড়াও তৃতীয় রাউন্ডে ওঠেছেন ডমিনিক থিয়েম, দানিল মেদভেদভ।  

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ