ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওসাকাকে হারালেন ১৫ বছরের কোকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওসাকাকে হারালেন ১৫ বছরের কোকো কোকো গফ

অস্ট্রেলিয়ান ওপেনের শুরুটা জায়ান্ট শিকার দিয়ে শুরু করেছিলেন কোকো গফ। ১৫ বছর বয়সী মার্কিন কন্যা দ্বিতীয়বারের মতো সাক্ষাতে হারিয়ে দিয়েছিলেন উইলিয়ামস বোনদের বড়জন ভেনাসকে। সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাওমি ওসাকাকে সরাসরি সেটে হারিয়েছেন কোকো।

মেলবোর্ন পার্কের রড লাভের অ্যারেনায় মাত্র ৬৭ মিনিটেই জাপানি কন্যা ওসাকাকে ৬-৩ ও ৬-৪ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন কোকো।  

গত বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন ওসাকা।

এবার চতুর্থ বাছাই তারকা বিদায় নিলেন তৃতীয় রাউন্ডেই।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ