ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

স্বপ্ন পূরণ হলো না ১৫ বছর বয়সী কোকোর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
স্বপ্ন পূরণ হলো না ১৫ বছর বয়সী কোকোর কোকো গফ

বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের শুরু থেকে একের পর এক জায়ান্ট শিকার করেছেন কোকো গফ। ১৫ বছর বয়সী বালিকা প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে দাঁড়িয়েছিলেন। কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না কোকোর। মার্কিন টিনেজ তারকা ‍চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছেন অশ্রুসজল চোখে। 
 

মেলবোর্ন পার্কে স্বদেশি সোফিয়া কেনিনের বিপক্ষে ৬-৭ (৫-৭), ৬-৩ ও ৬-০ গেমে হেরে গেছেন কোকো। প্রথম সেটে পিছিয়ে পড়েও তৃতীয় সেট জিতে দুর্দান্ত জয় তুলে নেন ১৪তম বাছাই কেনিন।

 

২১ বছর বয়সী কেনিন পরের ম্যাচে মুখোমুখি হবেন তিউনিসিয়ার ওনস জাবেউরের বিপক্ষে। জাবেউর সরাসরি সেটে চতুর্থ রাউন্ডে জিতেছেন সেরেনা উইলিয়ামসকে পরাজিত করা ওয়াং কিয়াংয়ের বিপক্ষে।  

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ