ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে নাদাল ছবি:সংগৃহীত

দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছেন রাফায়েল নাদাল। একের পর এক বাধা পেরিয়ে এ স্প্যানিশ এখন কোয়ার্টার ফাইনালে। শেষ ষোলোয় পুরুষ টেনিসের শীর্ষ এই তারকা চার সেটের খেলায় হারান নিক কিরগিয়সকে। তবে চলমান আসরে এই ম্যাচেই প্রথমবার কোনো সেট হারলেন নাদাল।

২০তম বাছাই অস্ট্রেলিয়ান কিরগিয়সকে প্রথম সেটে সহজেই হারান নাদাল। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে রাফাকে প্রথম হারের স্বাদ দেন স্বাগতিক হিসেবে খেলতে নামা কিরগিয়স।

তবে শেষ দুই সেটে হাড্ডাহাড্ডি লড়াই করে জয় তুলে শেষ আটে জায়গা করে নেন নাদাল। চার সেটের লড়াইটি ছিল ৬-৩, ৩-৬, ৭-৬ (৮-৬) ও ৭-৬ (৭-৪)।

শেষ আটে ১৯টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নাদাল মুখোমুখি হবেন পঞ্চম বাছাই অস্ট্রিয়ান ডোমিনিক থিয়েমের। দশম বাছাই ফ্রান্সের গায়েল মনফিলকে হারিয়ে কোয়ার্টারে জায়গা করে নেন থিয়েম।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ