ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

অস্ট্রেলিয়ার ৩৬ বছরের অপেক্ষা ঘোচালেন বার্টি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
অস্ট্রেলিয়ার ৩৬ বছরের অপেক্ষা ঘোচালেন বার্টি অ্যাশলে বার্টি

অবশেষে অস্ট্রেলিয়ানদের অপেক্ষা ঘোচালেন অ্যাশলে বার্টি। দীর্ঘ ৩৬ বছর বছরের গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল খেলেনি তাদের কোনো ঘরের সন্তান। এবার ২৩ বছর বয়সী বার্টি স্বাগতিকদের এই অপেক্ষার ইতি টানলেন।

মেলবোর্ন পার্কের সিঙ্গেলে শেষ অস্ট্রেলিয়ান হিসেবে ১৯৮৪ সালে সেমিফাইনাল খেলেছিলেন ওয়েন্ডি টার্নবুল।

কোয়ার্টার ফাইনালে শীর্ষ বাছাই তারকা ৭-৬ (৮-৬) ও ৬-২ গেমে হারিয়েছেন পেত্রা কেভিতোভাকে।

ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রেঞ্চ ওপেনজয়ী বার্টি মুখোমুখি হবেন ১৪তম বাছাই যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিনের বিপক্ষে। কেনিন শেষ চার নিশ্চিত করেছেন তিউনিশিয়ার ওনস জাবেরকে ৬-৪ ও ৬-৪ গেমে হারিয়ে।

গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলেছিলেন কেভিতোভা। কিন্তু শিরোপা জয়ের পথে তাকে নিরাশ হতে হয় জাপানি কন্যা নাওমি ওসাকার সামনে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ