ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

ফাইনালে জোকোভিচের মুখোমুখি থিয়েম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
ফাইনালে জোকোভিচের মুখোমুখি থিয়েম ডমিনিক থিয়েম/ছবি: সংগৃহীত

রুদ্ধশ্বাস ম্যাচে আলেক্সাজান্ডার জাভারেভকে হারিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন ডমিনিক থিয়েম। ফাইনালে তার প্রতিদ্বন্দ্বী ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ।

বৃষ্টি আর আলোক স্বল্পতার বাধা কাটিয়ে জাভারেভকে ৩-৬, ৬-৪, ৭-৬ (৭-৩), ৭-৬ (৭-৪) গেমে হারিয়েছেন ২৬ বছর বয়সী থিয়েম।  

অস্ট্রেলিয়ান পঞ্চম বাছাই থিয়েম প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছেন।

এর আগে দুবার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে খেলার অভিজ্ঞতা আছে তার।  

তবে ফাইনালে রেকর্ড অষ্টম অস্ট্রেলিয়ান ওপেন ও সবমিলিয়ে ১৭তম গ্র্যান্ডস্লাম জয়ের মুখে দাঁড়ানো জোকোভিচই ফেভারিট। তাছাড়া কিংবদন্তি রজার ফেদেরারকে হারিয়ে ফাইনালে উঠার পর সার্বিয়ান তারকার আত্মবিশ্বাসের পালেও জোর হাওয়া লেগেছে।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ