ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

দ্বিতীয়বারের মতো হালেপের দুবাই জয় 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
দ্বিতীয়বারের মতো হালেপের দুবাই জয়  সিমোনা হালেপ

২০তম ডব্লউটিএ শিরোপা জিতেছেন দ্বিতীয় বাছাই সিমোনা হালেপ। দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের ফাইনালে  ২০ বছর বয়সী এলেনা রয়বেকিনাকে ৩-৬, ৬-৩, ৭-৬ (৭-৫) গেমে হারিয়ে দ্বিতীয়বারের মতো এ শিরোপা জিতেন ২৮ বছর বয়সী তারকা। 

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের লড়াই অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন হালেপ। রোমানিয়ান সেনসেশন এবার ১৯তম বাছাই এলেনার বিপক্ষে প্রথম সেটে হেরে গিয়েছিলেন।

সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত জয় তুলে নেন তিনি।  

শিরোপা জয়ের উচ্ছ্বাস প্রকাশ করে হালেপ বলেন, ‘কঠিন এক ম্যাচ খেলেছি, আমি সত্যি এই টুর্নামেন্ট জিততে চেয়েছি। ’ 

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ