ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

করোনার ভয়ে স্থগিত ইন্ডিয়ান ওয়েলস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, মার্চ ৯, ২০২০
করোনার ভয়ে স্থগিত ইন্ডিয়ান ওয়েলস ছবি-সংগৃহীত

করোনা ভাইরাসের কারণে ফুটবল-ক্রিকেটের পর এবার টেনিস টুর্নামেন্টও স্থগিত হচ্ছে। এ সপ্তাহে শুরু হওয়ার কথা থাকলেও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনার প্রাদুর্ভাবের উদ্বিগ্নতার কারণে স্থগিত হয়েছে ইন্ডিয়ান ওয়েলস।

টেনিস বিশ্বে গ্র্যান্ড স্ল্যামের পরে অন্যতম মর্যাদার লড়াই হিসেবে বিবেচিত হয় এটিপি ও ডব্লিউটিএ’র এ অন্যতম এ টুর্নামেন্ট।

ইন্ডিয়ান ওয়েলস স্থগিত এবং সময়সূচি পরিবর্তন প্রসঙ্গে টুর্নামেন্টের ডিরেক্টর টমি হাস বলেন, ‘আমরা এটি অন্য সময়ে আয়োজন করতে এবং বিকল্প পন্থা খুঁজতে প্রস্তুত।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
ইউবি/এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ