ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

১লা জুন অবধি ইংল্যান্ডে সব পেশাদার ক্রীড়া ইভেন্ট স্থগিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, মে ১১, ২০২০
১লা জুন অবধি ইংল্যান্ডে সব পেশাদার ক্রীড়া ইভেন্ট স্থগিত ছবি: সংগৃহীত

১লা জুন অবধি সব ধরনের পেশাদার ক্রীড়া ইভেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার। এমনকি ‘ক্লোজড ডোর’ বা দর্শকবিহীন মাঠেও খেলা নিষিদ্ধ থাকবে ইংল্যান্ডে। 

লকডাউনের পরে কিভাবে সবকিছু স্বাভাবিক করা হবে তার বিররণ দিয়ে ইতোমধ্যে ৫০ পৃষ্ঠার এক গাইডলাইন ডকুমেন্ট প্রকাশ করেছে দেশটির সরকার।  

এই ডকুমেন্টের দ্বিতীয় ধাপে আছে, দেশে ১লা জুনের আগ পযর্ন্ত সম্প্রচারের জন্য হলেও দর্শকবিহীন মাঠে সব ধরনের ক্রীড়া স্থগিত রাখার সিদ্ধান্তের বিষয়টি।

এমনিতে করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে সব ধরনের ক্রীড়া ইভেন্ট স্থগিত রয়েছে ইংল্যান্ডে।  

গত সোমবার (১০ মে) স্থগিত থাকা ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুম ফের শুরুর বিষয়ে বৈঠকে বসেছিল কর্তৃপক্ষ। তবে যুক্তরাজ্য সরকারের এ সিদ্ধান্তের কারণে জুনের আগে ফের মৌসুম শুরু করা সম্ভবপর নাও হতে পারে।

গত ১৩ মার্চ থেকে স্থগিত আছে প্রিমিয়ার লিগ।  

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মে ১১, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ