স্পেন: স্পেনের বার্সেলোনায় বাংলাদেশিদের পরিচালনায় স্থানীয় শাহজালাল জামে মসজিদে ইসলামিক শিক্ষা কোর্স-২০১৫’র পুরস্কার বিতরণ করা হয়েছে।
গত আগস্ট মাসব্যাপী বার্সেলোনার বাঙালি মুসলিম শিশু-কিশোরদের ইসলাম ধর্ম সম্পর্কে ধারণা ও ইসলামি শিক্ষা দানের জন্য শাহজালাল জামে মসজিদ কর্তৃপক্ষ এ প্রশিক্ষণের আয়োজন করে।
মসজিদ পরিচালনা কমিটির সার্বিক তত্ত্বাবধানে এ কোর্স সম্পন্ন হয়।
বাংলাদেশ কোলতোরাল অ্যাসোসিয়েশন ও শাহজালাল জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সুরুজ্জামান পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, শাহজালাল জামে মসজিদের ইমাম হাফিজ বশির আহমেদ, প্রবাসী বাঙালি মুসুল্লি মো. সালেহ আহমেদ, লুৎফুর রহমান সুমন, আব্দুল জাব্বার, আব্দুল মান্নান, আব্দুল ওয়াহিদ, আবু ইউসুফ, মনোয়ার পাশা, ফারুক মিয়া, জুনাব আলী, ফারুক আহমেদ, আজমল হোসেন, আব্দুল মতিন, নুনু মিয়া, আবুল বাশার, আখতার হোসাইন, শামসুল ইসলাম প্রমুখ ।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৫
টিআই/