ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

থাইল্যান্ড

স্পেনে ইসলামী শিক্ষা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বকুল খান, স্পেন থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
স্পেনে ইসলামী শিক্ষা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্পেন: স্পেনের মাদ্রিদে প্রতিবছরের মতো এবারও বার্ষিক আল কোরআন তেল‍াওয়াত পাঠ, হামদ, নাত, গজল, মাসালা, মাসায়েকসহ ইসলামী শিক্ষা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) মাদ্রিদে বাংলাদেশি মসজিদে আরবি শিক্ষা কেন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনা কমিটির উদ্যোগে পুরস্কার বিতরণ ছাড়াও আলোচনা সভার আয়োজন করা হয়।



এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক  শিশু-কিশোর ছাড়াও তাদের অভিভাবকরা অংশ নেন।

খুরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে ও আরবি শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক  নুরুল আলমের সঞ্চালনায় আলোচনায় বক্তব্য রাখেন- ইমাম শরফ উদ্দিন আযাদ, বিশিষ্ট ব্যবসায়ী  জামাল উদ্দিন, আল আমিন, জাকির হুসেন, এ কে এম জহিরুল ইসলাম, আব্দুল খালেক, হারুনুর রশিদ, আবুল কাশেম মুকুল, মাহফুযুল হক, শরিফ মনিরুজ্জামান, জামাল উদ্দিন, নুর উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

থাইল্যান্ড এর সর্বশেষ