ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

পর্যটন

সাজেকে পর্যটকবাহী গাড়ি ছাড়ার সময়ে পরিবর্তন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
সাজেকে পর্যটকবাহী গাড়ি ছাড়ার সময়ে পরিবর্তন

রাঙামাটি: রাঙামাটির পর্যটন নগর সাজেকে পর্যটকবাহী গাড়ি ছাড়ার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।  

মঙ্গলবার (১০ জানুয়ারি) সেনাবাহিনীর বাঘাইহাট জোনের জোন কমান্ডারের পক্ষে মেজর আকতার বিন মুকতাদিরুল গানিউল রহমানের সই করা এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, সাজেকগামী পর্যটকদের প্রবেশের সময় সকাল সাড়ে ১০টার পরিবর্তে সকাল ১১টা করা হয়েছিল। কিন্তু ২৬ ডিসেম্বর বাঘাইহাট জোন কমান্ডারের কাছে সাজেকের কটেজ মালিক সমিতি একটি আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে পুনরায় বাঘাইহাট আর্মি ক্যাম্প থেকে সাজেকগামী পর্যটকদের সকালের গাড়ি প্রবেশের সময় সকাল ১১টার পরিবর্তে সকাল ১০টা এবং সাজেক থেকে বাঘাইহাটে ফিরে যাওয়ার সময় বিকেল ৩টার পরিবর্তে দুপুর ২টা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।