ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

পর্যটন

রাঙামাটিতে বাড়ছে পর্যটক, দ্বিগুণের প্রত্যাশা ব্যবসায়ীদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
রাঙামাটিতে বাড়ছে পর্যটক, দ্বিগুণের প্রত্যাশা ব্যবসায়ীদের

রাঙামাটি: পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটি চলছে। ফলে ব্যস্ত নগরী থেকে মানুষ ছুটে আসছে প্রশান্তি শহর রাঙামাটিতে।

ঈদের দিন থেকে জেলার পর্যটন স্পটগুলো পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।

শহরের বেশিরভাগ হোটেল-মোটেলগুলোয় বুকিংও বেড়েছে বেশ। পলওয়েল পার্ক, ডিসি বাংলো পার্ক, পর্যটনের ঝুলন্ত সেতু, রাঙামাটি-কাপ্তাই সংযোগ সড়ক, সুবলং ঝরনা এবং কাপ্তাই হ্রদ ভ্রমণ করছেন পর্যটকেরা।

ঈদের দিন থেকে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার পর্যটক রাঙামাটিতে ভ্রমণ করেছেন বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে পর্যটকের সংখ্যা আরও দ্বিগুণ হওয়ার আশা করছেন তারা।

গাজীপুর থেকে বেড়াতে আসা পর্যটক দম্পতি আনোয়ার হেসেন বাংলানিউজকে বলেন, গত দু’দিন ধরে রাঙামাটিতে অবস্থান করছি। বেশ ভালো লাগছে। এত সুন্দর মনোরম পরিবেশ কোথাও দেখিনি।

তার স্ত্রী শিউলী বেগম বাংলানিউজকে বলেন, অনেক আনন্দ করছি। বৌদ্ধ মন্দির, কাপ্তাই লেক, ঝুলন্ত সেতু ও সর্বশেষ পলওয়েল পার্ক ঘুরেছি।

তিন্নি আক্তার নামে এক পর্যটক বাংলানিউজকে বলেন, বন্ধু-বান্ধব নিয়ে ঘুরতে এসেছি। এ প্রথম রাঙামাটিতে আসা। অনেক মজা করছি। সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখে বেশ ভালো লাগছে।

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক সৃজন বিকাশ বাংলানিউজকে বলেন, ঈদের ছুটিতে পর্যটকেরা আসতে শুরু করেছে। গত কয়েকদিন প্রচুর পর্যটক এসেছে। মোটেলগুলোয় বেশ বুকিং রয়েছে। আশা করছি পর্যটকের সংখ্যা আরও দ্বিগুণ বাড়বে।

জানা গেছে, রাঙামাটি শহরে ৫৪টি হোটেল রয়েছে। যেখানে প্রায় ১০ হাজার পর্যটক থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।