ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

পর্যটন

রাঙামাটিতে পর্যটক আগমন স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জুলাই ১, ২০২৩
রাঙামাটিতে পর্যটক আগমন স্বাভাবিক

রাঙামাটি: পবিত্র ঈদুল আজহার টানা ছুটির শেষ দিন শনিবার (১ জুলাই)। টানা ছুটিতে ক্লান্তির অবসাদ দূর করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণপিপাসু পর্যটকরা ছুটে এসেছেন প্রকৃতির অনিন্দ্য সুন্দর হ্রদ-পাহাড় বেষ্টিত পার্বত্য জেলা রাঙামাটিতে।

তবে ছুটির শেষ দিন হওয়ায় পর্যটকদের উপচে পড়া ভিড় নেই।

জেলা শহরের ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, সুবলং ঝরনা, রাঙামাটি-কাপ্তাই সংযোগ সড়ক এলাকায় পর্যটকের আনাগোনা স্বাভাবিক রয়েছে।

পর্যটক করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, হোটেল-মোটেলগুলো ৬০ ভাগ বুকিং রয়েছে। শুধু আজ রাঙামাটিতে ৩ হাজার পর্যটকের সমাগম ঘটেছে।

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা বলেন,  রাঙামাটিতে যেসব পর্যটক আসছেন, বেশিরভাগ আশপাশের জেলার। দিনে এসে দিনে ঘুরে চলে যাচ্ছেন। যে কারণে হোটেল-মোটেলগুলো শতভাগ বুকিং হয়নি। যদি ঢাকা কিংবা অদূর কোনো জেলা থেকে পর্যটকের আগমন বাড়ে, তাহলে মোটেলগুলো শতভাগ হবে। আর গতকাল শুক্রবার (৩০ জুন) জেলায় দেড় হাজার পর্যটকের আগমন হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুলাই ০১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।