ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

পর্যটন

বুধবার সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করল জেলা প্রশাসন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
বুধবার সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করল জেলা প্রশাসন

রাঙামাটি: নিরাপত্তার স্বার্থে বুধবার (০৪ ডিসেম্বর) সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন।  

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবায়দা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক এবং এ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং পর্যটকদের নিরাপত্তার স্বার্থে স্থানীয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার সাজেকে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সঙ্গে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের ( ইউপিডিএফ) সদস্যদের বন্দুকযুদ্ধ হয়েছে।


এর আগে গত ৩০ নভেম্বর পাহাড়ের এ দুটি দলের মধ্যে সংঘর্ষ হয়। এতে পিসিজেএসএস-এরা চার-পাঁচজন আহত হন।  

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।