ঢাকা: ‘স্বাধীনতার চার দশক পরও পর্যটন খাতে বাংলাদেশের ব্র্যান্ড আইকন ঠিক করা সম্ভব হয়নি। মালয়েশিয়ার টুইন টাওয়ার, ফ্রান্সের আইফেল টাওয়ার, ভারতের দিল্লি গেট, নেপালের এভারেস্ট, যুক্তরাষ্ট্রের লিবার্টি টাওয়ার- দেশের ব্র্যান্ড আইকন হিসেবে এদের দুনিয়াব্যাপী পরিচিতি রয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আন্তজার্তিক পর্যটন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এমন প্রশ্নই করেছেন বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্টের (বিএফটিডি) সভাপতি এএসএম মতিন।
এসময় তার এ বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে প্রধান অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, সময় এসেছে আজ বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার। শুধু বক্তৃতা-বিবৃতি-সভা-সেমিনার করে দেশের পর্যটন এগুবে না। বাস্তবমূখী পদক্ষেপ নিতে হবে। কারণ, বাংলাদেশের রয়েছে বিপুল সম্ভাবনার পর্যটন খাত। এটাকে দুনিয়াব্যাপী ছড়িয়ে দিতে হলে এখনই কার্যকর নীতি ও পদক্ষেপ নিতে হবে।
১৯ মে শুরু হওয়া তিন দিনব্যাপী এ মেলায় দেশি-বিদেশি ৮০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় হোটেল, মোটেল ও ট্যুর অপারেটররা বিভিন্ন প্যাকেজে ব্যাপক ছাড় দেবে বলে আয়োজকরা জানান।
এতে উপস্থিত ছিলেন- সাফ ট্যুরিজমের সভাপতি হাকিম আলি, নির্বাহী পরিচালক রেজাউল ইকরাম রাজু ও পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরুপ চৌধুরী।
অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এবারের পর্যটন মেলায় আঞ্চলিক পর্যটনের ওপর জোর দেওয়া হচ্ছে। সার্কভুক্ত বিভিন্ন দেশের ট্যুর অপারেটররা মেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচেছ। এবার প্রথমবারের মতো মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর ও তুরস্কের কয়েকটি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। এছাড়া ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, কম্বোডিয়াসহ ১শ ১০টি স্টলে ৮০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। মেলার প্রবেশ মূল্য ২০ টাকা।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মে ১৯, ২০১৬
এসএনএস