ঢাকা: রাজধানীর যানজট আর যান্ত্রিক জীবনে বিষিয়ে ওঠা মনকে নির্মল প্রকৃতির স্বাদ দিতে চায় ‘সানহাউইন্ডট্রিপ’ (saanhawindtrip)। এজন্য সবচেয়ে কমমূল্যে সৌন্দর্যের লীলাভূমি সিলেট দেখাবে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশের ‘বালি’ খ্যাত লালাখাল, সোয়াম্প ফরেস্ট রাতারগুল, জাফলং-বিছনাকান্দি, মালনীছড়া চা বাগান এবং শাহজালাল, শাহপরাণ মাজার দেখাবে সানহা।
সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত যানবাহনে ঢাকা থেকে যাওয়া-আসা এবং সেখানেও নিজস্ব এসি অ্যাপার্টমেন্টে পর্যটকদের থাকার ব্যবস্থা করবে সানহাউইন্ডট্রিপ।
ফেসবুক এবং সরাসরি ফোনকলের মাধ্যমে সানহাউইন্ডট্রিপে যোগ দিতে পারেন সিলেট যেতে প্রস্তুত যেকেউ। গ্রুপভিত্তিকও যোগাযোগ করা যেতে পারে। আর শিক্ষার্থীদের জন্য রয়েছে নির্ধারিত মূল্য থেকে ছাড়। যোগাযোগ- ০১৭৮৪৪৪৩২২০ ও ০১৭৮৪৪৪৩২২১।
এছাড়া ৩ দিন দুই রাতের জন্য সানহাউইন্ডট্রিপের প্যাকেজ মূল্য ৬ হাজার ৩৯৯ টাকা। সরাসরি তাদের এইচ-৬৪/২, নিউ এয়ারপোর্ট রোড, মহাখালীর অফিসে যোগাযোগ করে ট্রিপে যোগ দেওয়া যাবে।
সানহাউইন্ডট্রিপের ম্যানেজিং পার্টনার সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এম আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, তারাই সবচেয়ে কম খরচে সিলেট ভ্রমণের সুযোগ করে দিয়েছেন। ঢাকার যান্ত্রিক জীবনে অভ্যস্ত হয়ে পড়া নগরবাসীকে প্রকৃতির সান্নিধ্যে নিয়ে যেতে এটি তাদের একটি প্রয়াস।
তিনি জানান, ঢাকা থেকে সিলেটে শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া এবং ফিরিয়ে আনা হয়। এক রাত দু’দিনের প্যাকেজে তারা নিচ্ছেন মাত্র ৩ হাজার ৮৯৯। এ টাকার মধ্যেই আছে নিজস্ব এসি অ্যাপার্টমেন্টে থাকা। মাজার, লালাখাল, জাফলং, পানতুমাই ও বিছনাকান্দি ভ্রমণ।
আনোয়ার হোসেন বলেন, ‘আমার মতো আরও অনেকের পছন্দের ডেস্টিনেশন সিলেট। কেউ মাজারে আর কেউ মাজারের পর ঘুরে দেখতেন চান আধ্যাত্মিক রাজধানী সিলেট শহর এবং অনিন্য সুন্দর সিলেটের পর্যটন স্পট।
তিনি জানান, এখানে অতিরিক্ত কোনো টাকা দিতে হচ্ছে না। যে টাকা নেওয়া হবে ওই টাকার মধ্যেই তাকে আবার ঢাকায় ফিরিয়ে আনা হবে। শুধুমাত্র খাওয়া নিজের খরচে।
সানহাউইন্ডট্রিপ’র ফেসবুক পেজের মাধ্যমে তাদের সঙ্গে পর্যটকরা যোগাযোগ করে বুকিং দিতে পারেন।
প্রতিষ্ঠানের আরেক কর্ণধার সিলেট মেট্রোপলিটন চেম্বারের সহ সভাপতি হাসিন আহমেদ জানান, প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার সিলেটে যাওয়া-আসা করেন প্রায় ৩০ হাজার মানুষ। যাদের জন্য ঢাকা থেকে যাওয়া আসার নির্ধারিত কোনো প্যাকেজ নেই। কিছু রিসোর্ট বেশ ব্যয়বহুল প্যাকেজ দিয়ে সিলেটে নিয়ে যায়। কিন্তু এই প্রথম এতো কমমূল্যে প্যাকেজ করা হলো যাতে যেকেউ সহজে এই ট্রিপে যোগ দিতে পারেন।
শাহজালাল ও শাহপরাণ মাজার জিয়ারত শেষে পর্যটকরা উপভোগ করতে পারেন মেঘালয় পাহাড় থেকে গড়িয়ে আসা শীতল স্বচ্ছ পিয়াইন জল, রাতারগুলের জলে ভেসে থাকা গুল্মলতার গাছ, পাহাড়ি ঝর্ণা বেয়ে নামা পাথরজল।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জুন ০৮, ২০১৬
এসএ/জেডএস