ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

ফ্রি কক্সবাজার ভ্রমণের সুযোগ দিচ্ছে ‘বে হিলস হোটেল’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
ফ্রি কক্সবাজার ভ্রমণের সুযোগ দিচ্ছে ‘বে হিলস হোটেল’ ছবি: ডি এইচ বাদল

ঢাকা: ব্যস্ত কর্মজীবনের ফাঁকে একটু বেড়াতে কে না চায়! আর তা যদি হয় সম্পূর্ণ বিনামূল্যে কক্সবাজার ভ্রমণের সুযোগ!
এমন সুযোগই এনে দিয়েছে ‘বে হিলস্ হোটেল’ কর্তৃপক্ষ। এক্ষেত্রে স্বামী-স্ত্রী ছাড়াও ছোট বাচ্চাকে অন্তর্ভুক্ত করার সুযোগ রেখেছে প্রতিষ্ঠানটি।



রাজধানীর বসুন্ধরা সিটিতে পাঁচ দিনব্যাপী আয়োজিত পর্যটন মেলার চতুর্থ দিন, শনিবার (২০ আগস্ট) গিয়ে এসব তথ্য জানা গেছে।

বে হিলস্ হোটেলের স্টলে দায়িত্বরত প্রতিষ্ঠানটির এজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) রাফায়াতুল ইসলাম বাংলানিউজকে জানান, আমরা মেলা উপলক্ষে একটি বিশেষ অফার নিয়ে এসেছি। বুকিং দিলেই সম্পূর্ণ বিনামূল্যে কাপল ট্যুর, কক্সবাজারে ভ্রমণের সুযোগ। দুই রাত-তিন দিন ভ্রমণের সব ব্যয় বহন করবে বে হিলস্ হোটেল কর্তৃপক্ষ।

তবে এই বুকিং হচ্ছে ‘বে হিলস্ হোটেল’র শেয়ার কেনার উপর। যা কক্সবাজারের হিমছড়িতে মেরিনড্রাইভের ওপর নির্মিত হচ্ছে। ইতোমধ্যে ১০ তলার সাত তলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছে। হোটেলটির মোট ২ হাজার শেয়ার বিক্রি হবে।

রাফায়াতুল ইসলাম আরো জানান, প্রতি শেয়ারের মূল্য ৬ লাখ টাকা। মেলায় একটি শেয়ারের জন্য ৫০ হাজার টাকায় বুকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। এরপর পরবর্তী ২৪ মাসের কিস্তিতে পুরো টাকা শোধ করা যাবে। এক্ষেত্রে মাসে পরিশোধ করতে হবে ২২ হাজার ৯১৬ টাকা।
চার তারকা মানের বে হিলস্ হোটেল উদ্বোধন করা হবে ২০১৮ সালের মে মাসে। এতে খুব সহজেই একটি উন্নতমানে হোটেলের মালিকানা পাওয়ার সুযোগ দিচ্ছে কর্তৃপক্ষ।

উদ্বোধনের পর প্রতি বছর লভ্যাংশ থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা প্রতি শেয়ারধারী পাবেন। এছাড়াও তিনি কক্সবাজার অবকাশ যাপনে গেলে পাবেন আকর্ষণীয় ছাড়।

রোববার (২১ আগস্ট) মেলার পর্দা নামবে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
ইইউডি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।