শ্রীমঙ্গল থেকে: হাইকেম বাংলাদেশ লিমিটেড। অ্যাগ্রো কেমিকেল ও অ্যানিম্যাল ফুড সাপ্লিমেন্টারি উৎপাদনকারী বিশ্ববিখ্যাত একটি মাল্টিন্যাশনাল কোম্পানি।
কোম্পানি কর্তৃপক্ষ চিন্তা করলেন প্রতিষ্ঠানের এমপ্লয়দের রিফ্রেশমেন্টের জন্য এবারের অর্ধবার্ষিকী মূল্যায়ন সভা (হাফ ইয়ারলি রিভিউ মিটিং) চায়ের শহর শ্রীমঙ্গলে করবেন।
ভেন্যু নির্ধারণের জন্য স্থানীয় একটি চা বাগানের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করলেন হাইকেম বাংলাদেশ লিমিটেড কর্তৃপক্ষ। চা বাগানের ওই ম্যানেজার হাইকেমের জন্য ভেন্যু নির্ধারণ করলেন শ্রীমঙ্গলের নতুন রিসোর্ট ‘টি হ্যাভেন। ’
বুধবার (৩১ আগস্ট) সকাল ১০টায় টি হ্যাভেন রিসোর্টের কনফারেন্স রুমে শুরু হয় হাইকেম বাংলাদেশ লিমিটেডের সেই অর্ধবার্ষিকী মূল্যায়ন সভার প্রথম সেশন।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা হাইকেম বাংলাদেশ লিমিটেডের ৯০ জন কর্মকর্তা এ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।
এদের মধ্যে কোম্পানির কান্ট্রি ডিরেক্টর মুশফিকুর রহমান, হেড অব সেলস দেবাশিষ ভৌমিক, হেড অব ফাইন্যান্স জাকির হোসেন হেড অব করপোরেট অ্যাফেয়ার্স কামরুল আহসান রয়েছেন।
টি হ্যাভেনের তৃতীয় তলায় সুবিস্তৃত কনফারেন্স হলে সকাল ১০টায় শুরু হওয়া এ অর্ধবার্ষিকী সভা শেষ হয় দুপুর ১টায়। দ্বিতীয় সেশনে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানে। এটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
মাঝের সময়টা হাইকেম কর্মকর্তা যাবেন টি হ্যাভেনের আশপাশে থাকা চা বাগান দেখতে। কারও কারও গন্তব্য শ্রীমঙ্গলের অন্যতম পর্যটন স্পট লাউয়াছড়া জাতীয় উদ্যান।
শ্রীমঙ্গলে এতো হোটেল, রিসোর্ট থাকতে টি হ্যাভেন বেছে নেওয়ার কারণ জানতে চাইলে হাইকেম বাংলাদেশ লিমিটেডের হেড অব ফাইন্যান্স জাকির হোসেন বাংলানিউজকে বলেন, কোম্পানির এমপ্লয়দের রিফ্রেশমেন্টের জন্য রাজধানী ঢাকার বাইরে থাকা পযর্টন শহরগুলোতে আমরা এ ধরনের প্রোগ্রাম করে থাকি। এবার শ্রীমঙ্গলে স্পট নির্ধারণ করার পর ভালো একটা রিসোর্ট খুঁজছিলাম। স্বল্প খরচে, ফ্রেন্ডলি পরিবেশে, খোলা-মেলা জায়গায় এম্লয়দের নিয়ে মিটিং করার জন্য টি হ্যাভেন রিসোর্টকেই বেছে দেন আমাদের স্থানীয় এক সুহৃদ। এসে দেখলাম আমাদের সুহৃদের সিলেকশন যথার্থ হয়েছে।
শুধু হাইকেম নয়, আট মাস আগে চালু হওয়ার পর এরই মধ্যে স্কয়ার ফার্মাসিউটিক্যাল, রূপালী ব্যাংক লিটেডসহ দেশের স্বনামখ্যাত অনেক করপোরেট হাউস তাদের গুরুত্বপূর্ণ সভা, সেমিনার শ্রীমঙ্গলের নিউ সেনসেশন টি হ্যাভেন রিসোর্টে করেছেন।
স্বল্প সময়ে এ সাফল্যের নেপথ্য কারণ সম্পর্কে জানতে চাইলে টি হ্যাভেনের অন্যতম পরিচালক আবু সিদ্দিক মো. মুসা বাংলানিউজকে বলেন, সব ধরনের কাস্টমারদের তাদের চাহিদা অনুযায়ী সেবা দেওয়ার ব্যাপারে আমদের সর্বোচ্চ চেষ্টা থাকে। এখানকার স্টাফরাও প্রতিষ্ঠানের পলিসির সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছেন। সে কারণেই হয়তো আমাদের এগিয়ে যাওয়ার পথ সুগম হয়েছে।
***চায়ের শহরে ‘টি হ্যাভেন’
বাংলাদেশ সময়: ১৩৪৮, আগস্ট ৩১, ২০১৬
এজেড/এএ