ঢাকা: বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশের লক্ষ্যে ‘এশিয়ান ট্যুরিজম ফেয়ার’-এ দেশের সংস্কৃতিকে তুলে ধরতে যুক্ত হয়েছে ‘ফড়িং দ্য ট্রাভেলস’।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) তিন দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ারের উদ্ধোধন করেন সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) কনভেনশন সিটি বসুন্ধরায় গিয়ে দেখা যায়, মেলায় মোট ১শ ২০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে ফড়িং দ্য ট্রাভেলসে।
স্টলটিতে রয়েছে চাঁন্দের গাড়ি। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে এই গাড়িতে উঠে সবাই বুকিং।
প্রতিষ্ঠানটির রয়েছে এক রাত দুই দিনের বিশেষ অফার। শুধু তাই নয়, পাঁচ বছরের নিচে ভ্রমণপিপাসুদের ক্ষেত্রে কোনো চার্জ নেওয়া হয় না। তবে পাঁচ বছরের বেশি বয়স হলে ৫০ শতাংশ চার্জ দিতে হবে।
ফড়িং দ্য ট্রাভেলসের অফারগুলো
বান্দবনের নীলগিরি জন প্রতি ৪৬০০, নাফাকুম ৫৫০০, সিলেট ৫২০০ ও সাজেক ৪৭০০ টাকা।
দুই রাত তিন দিনে ভ্রমণে সাজেক টু রাঙ্গামাটি জনপ্রতি ৭২০০, কেওক্রাডং টু বগালেক ৬৮৫০, সুন্দরবন ৮৫০০, সেন্টমার্টিন ৬৬০০ ও কক্সবাজার টু সেন্টমার্টিন ৭৫০০ টাকা।
ফড়িং দ্য ট্রাভেলসে পরিবারসহ নীলগিরির বুকিং দিয়েছেন আকবার। তিনি বাংলানিউজকে বলেন, এশিয়ার ট্যুরিজম ফেয়ারে দেশের সংস্কৃতি নিয়ে কাজ করছে খুবই কম প্রতিষ্ঠান। তবে যারা কাজ করছেন তাদের মধ্যে এই প্রতিষ্ঠানটি আমার কাছে ভালো মনে হয়েছে। কেননা এর আগেও আমি এই ট্রাভেলসে ভ্রমণ করেছি।
প্রতিষ্ঠানটির ম্যানেজার শরিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমরা সাধারণত দেশের সংস্কৃতিতে তুলে ধরতে চাই। তাই আমরা দেশের ঐতিহ্য নিয়ে কাজ করছি। এছাড়া আমরা আমাদের অফারের মধ্যে সব ধরনের খরচ যুক্ত করে অফারটি দিয়ে থাকি। ফলে আমাদের ভ্রমণ প্যাকেজে ভ্রমণপিপাসুদের ভ্রমণ সংক্রান্ত অন্য কোনো খরচ করতে হয় না।
ফড়িং দ্য ট্রাভেলস লিমিটেডের সঙ্গে যোগাযোগ করতে পারেন-৫৭/১১ (১ম তলা), পূর্ব রাজাবাজার, পশ্চিম পান্থপথ, ঢাকা ১২১৫ ঠিকানায়। ফোন করতে পারেন- +৮৮০২৯১৪৪৭৪৪, +৮৮০১৭৮১৭৭০০৩৩ বা +৮৮০১৭৮১৭৭০০৪৪ নম্বরে। অথবা ভিজিট করতে পারেন www.foring.com.bd ওয়েবসাইটে বা foring.the.travelers ফেসবুক পেজে।
এশিয়ান ট্যুরিজম ফেয়ারে প্রবেশ কুপনের বিপরীতে সবার জন্য থাকছে ফ্যান্টাসি কিংডমে প্রবেশমূল্যে পঞ্চাশ শতাংশ ছাড়। এছাড়া র্যাফেল ড্র-এর গিফট ভাউচরে থাকছে ঢাকা-ব্যাংকক-ঢাকা, ঢাকা- ইয়াংগুন-ঢাকা বিমান টিকিট, হলিডে গিফট ভাউচারসহ নানা আকর্ষণীয় উপহার। তিন দিনের এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
এসজে/এসএনএস