ঢাকা: বান্দরবানের অনিন্দ্য সুন্দর প্রাকৃতিক একটি লেক প্রান্তিক লেক। লেকটির মোট আয়তন ৬৮ একরের মধ্যে শুধু জলাভূমির আয়তন ২৫ থেকে ৩০ একর।
প্রাকৃতিকভাবে জন্ম নেয়া গাছগাছালি লেকটির শোভা বর্ধন করলেও এর অপ্রয়োজনীয় ও পতিত জমিতে পরিকল্পিতভাবে নানান জাতের ফুল, ফল, ঔষধি ও কাঠের গাছ লাগানো হয়েছে। এর চারপাশে পায়ে হাঁটার রাস্তা তৈরীর পরিকল্পনা নেওয়া হয়েছে। বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে জেলা প্রশাসন এ পরিকল্পনা বাস্তবায়ন করছে।
বান্দরবান জেলার বান্দরবান-কেরানীহাট সড়কের পাশে হলুদিয়া নামক স্থানে অবস্থিত প্রান্তিক লেক। শহর থেকে ১৪ কিলোমিটার দূরে এ লেকটির অবস্থান। দেশের যে কোন স্থান থেকে বান্দরবান এসে বান্দরবান-কেরানীহাট রোডে বাসে হলুদিয়া নামক স্থানে নামতে হবে। চট্টগ্রামের দিক দিয়ে আসলে চট্টগ্রামের কেরানীহাট রোডে হলুদিয়ায় নামতে হবে।
সেখান থেকে অটোরিক্সায় যেতে হবে প্রান্তিক লেকে। ভাড়া নেবে ১০০ টাকা। এছাড়া বান্দরবান থেকে অটোরিক্সা, চান্দের গাড়ি, কিংবা নিজস্ব যে কোন যানবাহনে প্রান্তিক লেকে যাওয়া যায়। রাত্রিযাপন করতে চাইলে বান্দরবানে ফিরে আসতে হবে। সেখানে আপাতত রাত্রি যাপনের কোন ব্যবস্থা নেই। বান্দরবানে কিছু ভাল মানের হোটেল আছে।
** বান্দরবানে নতুন গন্তব্য বনপ্রপাত!
** সাজেকের সূর্য ঘড়ি
** নয়নাভিরাম খাগড়াছড়ি জেলা পরিষদ পার্ক
** জার্নি টু সাজেক
** সর্পিল পথের বাঁকে বাঁকে ভয়ঙ্কর সৌন্দর্য
** ‘ধরলে বলবেন পর্যটক’
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
এমআই/