ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

বান্দরবান পর্যটনে পরিবহন ব্যবস্থার উন্নয়ন জরুরি

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
বান্দরবান পর্যটনে পরিবহন ব্যবস্থার উন্নয়ন জরুরি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জেলা প্রশাসকের (বান্দরবান) সম্মেলন কক্ষ থেকে:  পরিবহন ব্যবস্থার উন্নয়ন হলে বান্দরবানের পর্যটন আরো উন্নত হবে বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার চৈতী সর্ববিদ্যা।

বান্দরবানকে পর্যটন ও উৎসবের শহর উল্লেখ করে  তিনি বলেন, পরিবহন ব্যবস্থার উন্নয়ন হলে সার্বিকভাবে সব কিছুর উন্নয়ন হবে।


 
এজন্য সবার সহযোগিতার ওপর গুরুত্ব দেন সহকারী কমিশনার।

চৈতী সর্ববিদ্যা বলেন, বান্দরবানের উন্নয়ন হলে এর প্রভাব পড়বে আশপাশের জেলায়। এতে পাশ্ববর্তী জেলাগুলোও উন্নত হবে।
 
দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রথম দিন শুক্রবার পাহাড়ের জীববৈচিত্র্য, ঝরনা-লেক আর সবুজে ঘেরা বান্দরবানসহ তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটির অবারিত সৌন্দর্য উন্মোচনের পাশাপাশি বাংলানিউজ কর্মীদের করা বিভিন্ন প্রতিবেদন প্রজেক্টরে প্রদর্শন করা হচ্ছে।
 
এ সেশনটি পরিচালনা করছেন বাংলানিউজের সিনিয়র আউটপুট এডিটর জাকারিয়া মন্ডল, লাইফস্টাইল এডিটর শারমিনা ইসলাম, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর আসিফ আজিজ।

আর বিশেষজ্ঞ আলোচনায় অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক ড. শাকের আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জহির বিন আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মহিবুল্লাহ ও হিয়ামুল ইসলাম, সরীসৃপ বিশেষজ্ঞ শাহরীয়ার সিজার রহমান প্রমুখ।


 
আলোচনায় প্রধান অতিথি হিসেবে আছেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।
 
বাংলানিউজের এডিটর ইন চিফ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত আছেন-বান্দরবান উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কুদ্দুস, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার চৈতী সর্ববিদ্যা, মো. আবদুল্লাহ আল মামুন, নাহিদা আক্তার তানিয়া, পর‌্যটন পুলিশের পরিদর্শক সুহৃদ চাকমা, বান্দরবান হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ট্যুর বান্দরবানের পরিচালক ডাবলু বড়ুয়া, কার, মাইক্রোবাস, জিপ মালিক সমিতির প্রতিনিধি মো. হানিফসহ পর‌্যটন সংশ্লিষ্টরা।
 
বাংলানিউজের এ উদ্যোগে সহযোগিতা করছে বেসরকারি উড়োজাহাজ পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন ও ট্রাভেল এজেন্সি ফড়িং।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
এমএ/এমআইএইচ/এসএইচ/এইচএ/জেডএস/এমআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।