ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

পর্যটন বিকাশে বাংলানিউজকে অনুসরণ করতে পারে অন্যরাও

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
পর্যটন বিকাশে বাংলানিউজকে অনুসরণ করতে পারে অন্যরাও

জেলা প্রশাসকের (বান্দরবান) সম্মেলন কক্ষ থেকে: পর্যটক টানতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে মত দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক হিয়ামুল ইসলাম।
 
বাংলানিউজের আয়োজনে শুক্রবার (২১ অক্টোবর) সকাল থেকে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হওয়া ‘পাহাড়ে পর‌্যটন’ শীর্ষক বিশেষজ্ঞ আলোচনা সভায় তিনি এ অভিমত দেন।


 
অধ্যাপক হিয়ামুল ইসলাম বলেন, পর্যটনে আমাদের অনেক সুযোগ আছে। খোদ এখানকার লোকজনই বলেন আমরা পর্যটকদের সে সুযোগ দিতে পারছি না। আমরা যদি পর্যটন স্পট খানিকটা উন্নত করি, ওয়াশরুম, পার্কিংয়ের ব্যবস্থা নিশ্চিত করি, যাতায়াতের পথটা সুগম করি তবে সবাই আগ্রহী হবে।
 
তিনি এ ধরনের আলোচনায় প্রশাসনের সংশ্লিষ্টদের অংশগ্রহণ নিয়েও কথা বলেন।
পার্বত্য এলাকায় কিছু বিবাদ নিয়ে অধ্যাপক হিয়ামুল ইসলাম বলেন, ওই বিবাদের জন্য পর্যটকরা নিরাপত্তাহীনতায় ভোগেন। আমরা যদি নিরাপত্তা নিশ্চিত করতে পারি, তবে পর্যটকরা আগ্রহী হবেন।
তিনি জানান, পর্যটন এখন বিলাসিতার পর্যায়ে পড়ে না। এটা বেসিক প্রয়োজনের মধ্যে চলে এসেছে। সবাইকে এ বিষয়ে গুরুত্ব দিতে হবে।
অধ্যাপক হিয়ামুল বলেন, পর্যটন বিকাশে নিয়ে কাজ করছে বাংলানিউজ। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলানিউজের এডিটর ইন চিফ মনোনিবেশ করেছেন, অনেক পত্রিকাওয়ালারা এটা করতে চায় না। বাংলানিউজ এক্ষেত্রে একটা ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে।
বাংলানিউজকে অনুসরণ করে অন্যরাও উদ্যোগ গ্রহণ করতে পারে মত দিয়ে এই অধ্যাপক বলেন, এভাবে দেশীয় পর্যটনকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে পারি। জিডিপিতে ভাল অবদান রাখতে পারে, কারণ এটা ফাস্ট গ্রোয়িং সেক্টর হিসেবে পরিচিত।

দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রথম দিন শুক্রবার পাহাড়ের জীববৈচিত্র্য, ঝরনা-লেক আর সবুজে ঘেরা বান্দরবানসহ তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটির অবারিত সৌন্দর্য উন্মোচনের পাশাপাশি বাংলানিউজ কর্মীদের করা বিভিন্ন প্রতিবেদন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।


 
আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক ড. শাকের আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জহির বিন আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মহিবুল্লাহ ও হিয়ামুল ইসলাম, সরীসৃপ বিশেষজ্ঞ শাহরীয়ার সিজার রহমান অংশ নিয়েছেন।
 
আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলানিউজের এডিটর ইন চিফ আলমগীর হোসেন।
 
অনুষ্ঠানে উপস্থিত আছেন-বান্দরবান উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কুদ্দুস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চৌধুরী, জেলা প্রশাসনের সহকারী কমিশনার চৈতী সর্ববিদ্যা, মো. আবদুল্লাহ আল মামুন, নাহিদা আক্তার তানিয়া, পর্যটন পুলিশের পরিদর্শক সুহৃদ চাকমাসহ পর্যটন সংশ্লিষ্টরা।
 
বাংলানিউজের এ উদ্যোগে সহযোগিতা করছে বেসরকারি উড়োহজাহাজ পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন ও ট্রাভেল এজেন্সি ফড়িং।
 
বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
এইচএ/এসএইচ/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।