শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে এ মেগা বিচ কার্নিভালের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ আয়োজন চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত।
এসময় বিশেষ অতিথি হিসেবে পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত এ মেগা আয়োজনে সমূদ্রকন্যাকে সাজানো হয়েছে স্থানীয় নানা ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে। আর এ আয়োজনে সামিল হয়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, সরকারের সচিব এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দেশের ঐতিহ্য বিশ্বের দরবারে প্রচার করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এ মেগা বিচ কার্নিভাল আয়োজন করেছে। যাতে রয়েছে নানান সাংস্কৃতিক আয়োজন। সকালে স্থানীয় পর্যটন করপোরেশন কম্পাউন্ড থেকে কুয়াকাটা সৈকত পর্যন্ত শোভাযাত্রা বের করা হয়।
তিনদিনব্যাপী এ কার্নিভালে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, ঘুড়ি উৎসব, ফুড ফেস্টিভ্যাল ও মেলা, ওয়াটার বাইক ও এটিভি রাইডস, হিউম্যান ফুটবল, অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং, থ্রি টপ অ্যাক্টিভেটস, ফরেস্ট ট্র্যাকিং, ওয়াকিং সাইকল শোভাযাত্রাসহ বিভিন্ন আয়োজন।
তবে পর্যটকদের বিনোদনের জন্য তিনদিনই থাকছে দেশের খ্যাতনামা শিল্পী ও ব্যান্ড দলের সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রথম দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে মুকাভিনয়, রাখাইন ও পটুয়াখালী জেলা সাংস্কৃতিক এবং চিরকুট ব্যান্ড দলের গান। দ্বিতীয় দিনে থাকছে সজল ব্যান্ডের পরিবেশনা এবং ক্লোজআপ ওয়ান তারকা সালমা ও বিখ্যাত শিল্পী আগুনের গান। তৃতীয় দিনে দেশের অন্যতম ব্যান্ড দল এলআরবি’র কনসার্ট।
কার্নিভালকে কেন্দ্র করে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কুয়াকাটা জিরোপয়েন্টে আলোকসজ্জা করেছে।
**সাগরকন্যা কুয়াকাটার পথে স্বস্তি, তবে...
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এমআইএইচ/এসএইচ