ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

পর্যটন

১৬ হাজার টাকায় প্রমোদতরীতে সাগরে তিন রাত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
১৬ হাজার টাকায় প্রমোদতরীতে সাগরে তিন রাত প্রমোদতরীতে সাগর ভ্রমণের সুযোগ

ঢাকা: মাত্র ১৬ হাজার ৩৯০ টাকায় প্রমোদতরীতে চড়ে সাগর পথে সিঙ্গাপুর-মালয়েশিয়া ভ্রমণের সুযোগ নিয়ে এসেছে ট্রাভেল এজেন্সি গ্যালাক্সি হলিডেজ। বহির্বিশ্বে সাগর পথে ভ্রমণেচ্ছুদের জন্য বেশকিছু প্যাকেজ রয়েছে এজেন্সিটির।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পর্যটন মেলায় এজেন্সির জুনিয়র এক্সিকিউটিভ আরিফ আজিম বাংলানিউজকে জানান, বিশ্ব বিখ্যাত প্রমোদতরী ‘রয়েল ক্যারিবিয়ান ক্রুজ’ থাকছে তাদের প্যাকেজে। ভ্রমণের সময় দিন-রাত ওই জাহাজে থেকেই ভ্রমণকারীরা অপরূপ দরিয়ার সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

এজেন্সিটি মেলায় মোট চারটি প্যাকেজ নিয়ে এসেছে। তিন রাতের প্যাকেজ ১৬ হাজার ৩৯০ টাকা, ৪ রাত ২৪ হাজার ৫৯০ টাকা, ৫ রাত ৩১ হাজার ৯৯০ টাকা আর আট রাতের প্যাকেজ মাত্র ৩৭ হাজার ৯০ টাকায়।
 
তবে এ ভ্রমণ হবে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া রুটে। এক্ষেত্রে প্রথমে সিঙ্গাপুর যেতে হবে বিমানে করে। আর বিমান ভাড়া যাত্রীদেরই বহন করতে হবে। সিঙ্গাপুরের ভিসাও থাকতে হবে পাল্টিপল। কেননা, সিঙ্গাপুর থেকে জাহাজ সাগর পথে মালয়েশিয়ার বন্দরে ভিড়ে আট ঘণ্টা অবস্থান করবে। সেখানে ভ্রমণ পিপাসুরা নেমে ঘুরে দেখতেও পারবেন। পরে জাহাজ আবার সিঙ্গাপুর নামিয়ে দেবে।
পর্যটন মেলায় গ্যালাক্সি হলিডেজের স্টল/ছবি: দীপু মালাকারপ্রতিষ্ঠানটি সিঙ্গাপুর থেকে থাইল্যান্ড, চায়না, ভিয়েতনামেও সাগর পথে ভ্রমণের সুযোগ করে দিচ্ছে। তবে তা হবে আলোচনা সাপেক্ষে। অন্যদিকে ইউরোপের বিভিন্ন দেশের প্রমোদতরীতে ভ্রমণের ব্যবস্থাও করছে তারা।
 
এদিকে ভারতের বিভিন্ন রাজ্যে ট্রেনে ভ্রমণেরও এক অনন্য সুযোগ তৈরি করেছে গ্যালাক্সি হলিডেজ। একেবারে ভারতের রেলের দামেই বাংলাদেশ থেকে টিকিট দিচ্ছে তারা। নিয়মও একই। পাসপোর্টের ফটোকপি দিয়েই কিনতে হবে ভারতীয় রেলওয়ের টিকিট। তবে বিল পরিশোধ করতে হবে বাংলাদেশি টাকায়। অর্থাৎ কলকাতায় যাওয়ার পর যদি ভারতের অন্য কোথাও ট্রেনে যেতে চান, তবে বাংলাদেশ থেকেই টিকিট নিয়ে যেতে পারবেন।
 
এ বিষয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তা আরিফ আজিম বাংলানিউজকে বলেন, আমরা একই দাম নিই। কারণ ভারতের রেলওয়ে আমাদের কমিশন দেয়। এছাড়া প্রথম প্রথম তাই তেমন কোনো লাভ নেওয়া হচ্ছে না। এই সেবাটি শতভাগ সাশ্রয়ী ও নিরাপদ। কেননা, ভারতে যেয়ে টিকিট কাটার ঝামেলা বলে শেষ করার মতো নয়।
 
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত এ পর্যটন মেলা শেষ হচ্ছে শনিবার (২২ এপ্রিল) রাতে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।