মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্র।
গত কয়েকদিন ধরে ভুল বোঝাবুঝিতে ভ্রমণভিসায় বেনাপোল, আগরতলা, চাতলাপুরসহ দেশের বিভিন্ন ইমিগ্রেশন দিয়ে একবার ভারত ভ্রমণের দুই মাস পূর্ণ হওয়ার আগেই যারা ফের যাচ্ছিলেন তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছিলো।
বিষয়টি হাইকমিশনের দৃষ্টিগোচর হলে এটা ভুল বোঝাবুঝি ও সাময়িক বিভ্রান্তি জানিয়ে বলা হয়েছে, এ নিষেধাজ্ঞা বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য নয়। এটা পাকিস্তান, সুদানসহ মুষ্টিমেয় কয়েকটি দেশের জন্য প্রযোজ্য।
দুই মাসের মধ্যে ফের যারা ভারত ভ্রমণের প্রস্তুতি নিচ্ছিলেন তাদের আর কোনো বাধা বা না যেতে পারার আশঙ্কা আর থাকলো না।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
এএ