শনিবার (২৩ মার্চ) মেলার শেষ দিনে এ ট্যুরিজম প্রতিষ্ঠানের স্টলে বেশ সাড়া দেখা গেলো লোকজনের। বিদেশের মাটিতে বিশ্বকাপসহ জনপ্রিয় সব দেখতে যেতে বুকিং দিচ্ছেন এসব লোকজন।
ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলা দেখতে এখন পর্যন্ত বুকিং করেছেন ৮৭ জন। ফ্রান্সে অনুষ্ঠিতব্য ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ খেলা দেখতে ১১৫ বুকিং দিয়েছেন।
ব্রাজিলে আগামী জুনে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকা কাপ খেলা দেখার সুযোগ করে দিচ্ছে ১ লাখ ২৪ হাজার ৯৯৯ টাকায়। মেলায় বুকিং দিলেই পাবেন ২৫ হাজার টাকা ছাড়।
আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ২০ জুন অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের খেলা দেখতে পারবেন ২ লাখ ৯ হাজার ৯৯৯ টাকায়। তবে আজকের মধ্যে মেলায় বুকিং দিলেই পাবেন ৪০ হাজার টাকা ছাড়।
জুনে ফ্রান্সে অনুষ্ঠিতব্য ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপের ইংল্যান্ড বনাম ফ্রান্সের খেলা গ্যালারিতে বসে দেখা যাবে ৩ লাখ ৫৯ হাজার ৯৯৯ টাকায়। তবে মেলায় বুকিং দিলেই ৪০ হাজার টাকা কম খরচে দেখতে পাবেন খেলা।
এরকম সব ধরনের খেলা দেখার প্যাকেজ নিয়ে এসেছে এ প্রতিষ্ঠানটি।
হেল্পলাইন ট্রাভেলসের এক্সিকিউটিভ শর্মি আক্তার জেবা বাংলানিউজকে জানান, মেলায় এখন পর্যন্ত ভালো সাড়া মিলছে। শনিবার শেষ দিন বুকিং আরো বাড়বে বলে আশা করছি।
তিনদিন ব্যাপী আন্তর্জাতিক এ পর্যটন মেলায় বাংলাদেশ, নেপাল, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার জাতীয় পর্যটন সংস্থা সমূহসহ ৪১টি ট্যুর ও ট্রাভেলস সংস্থা সাতটি প্যাভিলিয়ন ও ৭০টি স্টলে মেলায় অংশগ্রহণ করছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) থেকে শুরু হওয়া এ মেলা শনিবার (২৩ মার্চ) রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
টিএম/এসএইচ