শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার পর্যটন উন্নয়নের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বিষয়ক এক মতিবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, দেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে।
তিনি বলেন, বাংলাদেশে যে পর্যটন সম্ভাবনা রয়েছে সেটাকে সমন্বিতভাবে কাজে লাগাতে পারলে শুধু এ খাতের অর্জিত রাজস্ব দিয়ে বাংলাদেশের বাজেট দেওয়া যাবে। এজন্য খাতটিকে বড় সম্ভাবনা হিসেবে দেখছি।
তিনি আরো বলেন, দেশের পর্যটনের সম্ভাবনাময় জায়গা মৌলভীবাজার। আমরা সার্ভে শেষ করে কিছু পাইলট প্রকল্প প্রকল্প হাতে নেব। সেখানে মৌলভীবাজারকে প্রথম অগ্রাধিকার দেওয়া হবে।
মতবিনিময় সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হকের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, বাংলাদেশ পর্যটন করপোরেশন চেয়ারম্যান রাম চন্দ্র দাস, সিলেট বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার ফারুক আহমেদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
এসএইচ