ঢাকা: সৌদি আরবে আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে আগামী ২৫ আগস্ট জেদ্দা থেকে ঢাকায় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতিতে সৌদি আরবে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে জেদ্দায় এই ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
আগ্রহী যাত্রীরা বিমানের ওয়েবসাইটে নির্ধারিত লিংকে প্রবেশ করে নাম রেজিস্ট্রেশন করতে পারবেন।
বিশেষ ফ্লাইটের বিজনেস আসনের ভাড়া
প্রাপ্ত বয়স্ক যাত্রীর ভাড়া ৩২০০ সৌদি রিয়াল। শিশু (১২ বছরের নিচে) মূল ভাড়ার ৭৫ শতাংশ ও ট্যাক্স, শিশু (২ বছরের নিচে) মূল ভাড়ার ২৫ শতাংশ ও ট্যাক্স দিতে হবে। ব্যাগেজ ২টি মোট ৫০ কেজি ও হাত ব্যাগ ১টি ৭ কেজি সর্বোচ্চ।
ইকোনমি আসনে ভাড়া
প্রাপ্ত বয়স্ক ২২০০ সৌদি রিয়াল। শিশু (১২ বছরের নিচে) মূল ভাড়ার ৭৫ শতাংশ ও ট্যাক্স এবং শিশু (২ বছরের নিচে ) মূল ভাড়ার ২৫ শতাংশ ও ট্যাক্স। ব্যাগেজ ২টি মোট ৮০ কেজি, হাত ব্যাগ ১টি ৭ কেজি।
রেজিস্ট্রার করা যাত্রীরা শুধু বিমান জেদ্দা অফিস থেকে পাসপোর্ট ও আকামা দেখিয়ে টিকিট কিনতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২০
টিএম/এমজেএফ