ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

পর্যটন

জেদ্দা থেকে বিমানের বিশেষ ফ্লাইট রোববার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২০
জেদ্দা থেকে বিমানের বিশেষ ফ্লাইট রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্লেন (ফাইল ছবি)

ঢাকা: রোববার (৬ সেপ্টেম্বর) সৌদি আরবের জেদ্দা থেকে ঢাকায় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শনিবার (৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

জানা গেছে, করোনা ভাইরাসের কারণে ফ্লাইট বন্ধ থাকায় দীর্ঘ দিন ধরে দেশে ফিরতে পারছেন না অনেক প্রবাসী বাংলাদেশি। তাদের দেশে ফেরার সুবিধার্থে ধারাবাহিক বিশেষ ফ্লাইটের অংশ হিসেবে জেদ্দায় এ ফ্লাইট পরিচালনা করবে বিমান।

জেদ্দা থেকে ঢাকায় বিজনেস আসনে একমুখী যাত্রায় ভাড়া ৩২০০ সৌদি রিয়াল এবং ইকোনমি আসনে ভাড়া ২২০০ সৌদি রিয়াল। বাংলাদেশ ও সৌদি সরকারের স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের ভ্রমণ করতে হবে।

ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com থেকে পাওয়া যাবে।

করোনা ভাইরাসের কারণে গত মার্চ থেকে সৌদি আরবের সঙ্গে বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বন্ধ রয়েছে। ফলে গত ছয় মাসে দেশটিতে একাধিক বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে রাষ্ট্রায়ত্ত এ উড়োজাহাজ সংস্থা।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২০
টিএম/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।