ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

করোনা যাত্রী নিয়ে ঢাকায়: ৩ এয়ারলাইন্সকে সতর্কতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২০
করোনা যাত্রী নিয়ে ঢাকায়: ৩ এয়ারলাইন্সকে সতর্কতা বিমানবন্দর

ঢাকা: করোনা পজিটিভ সনদ থাকার পরও যাত্রী নিয়ে আসায় তিন এয়ারলাইন্সকে সতর্ক করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিমানবন্দর সূত্র এ তথ্য জানিয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, গত ১৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসে কমপক্ষে সাতজন করোনা পজিটিভ সনদধারী যাত্রী ঢাকায় নিয়ে আসে সৌদি এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ফ্লাই দুবাই।

১৪ সেপ্টেম্বর সৌদি এয়ারলাইন্সের এসভি ৩৮০৪ ফ্লাইটে ১ জন, ৩ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪০৫০ ফ্লাইটে ১ জন, ২৬ আগস্ট সৌদি এয়ারলাইন্সের এসভি ৩৮০৬ ফ্লাইটে ১জন, ২২ আগস্ট এসভি ৩৮০৮ ফ্লাইটে ১ জন, ২০ আগস্ট দুবাই থেকে ফ্লাই দুবাইয়ের এফজেড ৫৮৩ ফ্লাইটে ১ জন ও ১৬ আগস্ট বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের বিজি ৪১২৬ ফ্লাইটে দোহা থেকে ১ জন করোনা পজিটিভ যাত্রী ঢাকায় আসেন।

সূত্র জানায়, ফ্লাইটে পজিটিভ যাত্রী আনার ঘটনায় বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ বিমানবন্দর কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে অনুরোধ জানালে ১৪ সেপ্টেম্বর বিমানবন্দরের পরিচালক জরুরি বৈঠক ডেকে এয়ারলাইন্সগুলোর প্রতিনিধিদের সতর্ক করেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান বলেন, সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২০
টিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।