ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

বাংলাদেশে কার্যক্রম শুরু করলো জাজিরা এয়ারওয়েজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১০ ঘণ্টা, অক্টোবর ২, ২০২০
বাংলাদেশে কার্যক্রম শুরু করলো জাজিরা এয়ারওয়েজ

ঢাকা: বাংলাদেশে ফ্লাইট কার্যক্রম শুরু করেছে কুয়েতের জাজিরা এয়ারওয়েজ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১১টা ৫৫ মিনিটের দিকে কুয়েত থেকে উদ্বোধনী ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।

বিমানবন্দর সূত্র এ তথ্য জানিয়েছে।  

জানা গেছে, শুক্রবার (২ অক্টোবর) ভোর ৪টায় যাত্রী নিয়ে কুয়েতের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে ফ্লাইটি।  

কুয়েত ও ঢাকা রুটে ফ্লাইট চলাচলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে যাত্রী নেবে জাজিরা এয়ারওয়েজ।  এয়ারবাস এ৩২০ উড়োজাহাজের মাধ্যমে যাত্রী পরিবহন করবে এয়ারলাইন্সটি। সপ্তাহের প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করবে তারা।

বাংলাদেশ সময় : ০৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২০
টিএম/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।