ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

সাতছড়ি জাতীয় উদ্যান খুলে দেওয়া হচ্ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
সাতছড়ি জাতীয় উদ্যান খুলে দেওয়া হচ্ছে সাতছড়ি জাতীয় উদ্যান, ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যান খুলে দেওয়া হবে আগামী রোববার (০১ নভেম্বর)। করোনা ভাইরাসের কারণে আট মাস বন্ধ থাকার পর এ স্পটে প্রবেশের সুযোগ পাবেন পর্যটকরা।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিত রায় দাশ বুধবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
সাতছড়ি জাতীয় উদ্যান, ছবি: বাংলানিউজকরোনা ভাইরাসের কারণে গত ১৯ মার্চ এ পর্যটন স্পটটি বন্ধ ঘোষণা করা হয়। আর এ সুযোগে অর্থাৎ গত আট মাস ধরে পর্যটক না আসায় বনটি তার প্রাকৃতিক সৌন্দর্য পুরোপুরিভাবে ফিরে পেয়েছে বলেও তিনি জানিয়েছেন।

উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, খোলা থাকলে সাতছড়িতে প্রতিদিন আড়াই থেকে পাঁচ হাজার পর্যটক আসেন। বয়স্কদের টিকিট বিক্রি হতো ৩০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২৫ টাকা।

আরও পড়ুন>> ঘুরে আসুন সাতছড়ি-রেমা-কালেঙ্গা

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।