ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

ঢাকায় ফ্লাইট পরিচালনায় আগ্রহী ৪ বিদেশি এয়ারলাইন্স

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
ঢাকায় ফ্লাইট পরিচালনায় আগ্রহী ৪ বিদেশি এয়ারলাইন্স

ঢাকা: ঢাকায় নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করতে চায় চার দেশের এয়ারলাইন্স। এরই মধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে আবেদনও করেছে এয়ারলাইন্সগুলো।

তাদের আবেদন যাচাই-বাছাই করে ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বেবিচক সূত্র এ তথ্য জানিয়েছে।

বেবিচক সূত্র জানিয়েছে, ঢাকায় ফ্লাইট পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে ইরাকের রাষ্ট্রীয় পতাকাবাহী ইরাকি এয়ারওয়েজ, ইন্দোনেশিয়ার গারুদা ইন্দোনেশিয়া, ইরানের ইরান এয়ার ও দক্ষিণ কোরিয়ার কোরিয়ান এয়ার। সম্প্রতি ফ্লাইট চালানোর অনুমতি চেয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে চিঠি দিয়েছে এয়ারলাইন্সগুলো।  

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, কয়েকটি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়ে চিঠি দিয়েছে। আমরা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবো। আর কয়েকটি এয়ারলাইন্সকে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া মেনে আবেদন করতে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।