ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

কাপ্তাই হ্রদে ‘রাঙ্গাতরী’র যাত্রা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
কাপ্তাই হ্রদে ‘রাঙ্গাতরী’র যাত্রা শুরু

রাঙামাটি: তিন শিক্ষার্থীর উদ্যোগে রাঙামাটির কাপ্তাই হ্রদে ট্যুরিস্ট বোট ‘রাঙ্গাতরী’র যাত্রা শুরু।

বুধবার (১৬ মার্চ) সকালে প্রধান অতিথি থেকে ট্যুরিস্ট বোটের শুভ উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমান।

এ সময় রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি মোখতার আহম্মেদ, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী, রাঙ্গাতরীর তিন উদ্যোক্তা রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাখাওয়াত উল্লাহ, মো. অপু এবং মো. মিজানসহ রাঙামাটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‘রাঙ্গাতরী’ মালিক পক্ষ (তিন শিক্ষার্থী) থেকে বলা হয়- পুরো রাঙ্গাতরী একদিনের জন্য ভাড়া নিতে খরচ লাগবে ২৫ হাজার টাকা। ট্যুরিস্টদের জন্য বিভিন্ন প্যাকেজ রয়েছে। কাপ্তাই হ্রদ ভ্রমণ এবং কাপ্তাই হ্রদ ঘেরা ট্যুরিস্ট এলাকাগুলো ঘুরে দেখতে রাঙ্গাতরীতে সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।