ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

বৈরী আবহাওয়ায় তেমন পর্যটক নেই রাঙামাটিতে 

মঈন উদ্দীন বাপ্পী, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, মে ৪, ২০২২
বৈরী আবহাওয়ায় তেমন পর্যটক নেই রাঙামাটিতে  তেমন পর্যটক নেই রাঙামাটিতে, ছবি: বাংলানিউজ

রাঙামাটি: প্রতি বছর ঈদের টানা ছুটিতে হাজারো পর্যটকের ঢল নামলেও দু’দিন ধরে বৈরী আবহাওয়ার কারণে এবার আশানুরূপ পর্যটক নেই রাঙামাটিতে।  

মঙ্গলবার (৩ মে) ঈদের দিন দুপুরে বৃষ্টি শুরু হয়েছে।

যা থেমে থেমে হচ্ছে বুধবারও।  

রাঙামাটি পর্যটন মোটেল বুকিং থাকলেও অন্যান্য হোটেলগুলো এখনো খালি রয়েছে। তবে বৃষ্টিপাত কমলে পর্যটন নগরী রাঙামাটিতে পর্যটকের জোয়ার নামবে বলে আশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা।
পর্যটন ব্যবসায়ীরা বলছেন, যেহেতু ঈদ উপলক্ষে সপ্তাহব্যাপী ছুটি রয়েছে, তাই পর্যটকদের সমাগম বাড়বে রাঙামাটিতে। তবে জেলার বাইরের পর্যটকদের সমাগম না বাড়লেও বৃষ্টি কিছুটা কমলেই স্থানীয়রা ভিড় করছেন পর্যটন স্পটগুলোতে।

আবহাওয়া অধিদপ্তর রাঙামাটি কার্যালয় থেকে জানা গেছে,  গত ২৪ ঘণ্টায় রাঙামাটিতে ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলায় বৃষ্টিপাত হয়েছে ০৯ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তর রাঙামাটি কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ হুমায়ন বলেন, ০৫ মে পর্যন্ত জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে। এরপর বৃষ্টিপাত কমবে বলে আশা করা যাচ্ছে।

রাঙামাটি পর্যটন করপোরেশনের ম্যানেজার সৃজন বিকাশ বড়ুয়া বলেন, জেলায় গত দু’দিন ধরে আশানুরূপ পর্যটক নেই। তবে আবহাওয়ার উন্নতি হলে রাঙামাটিতে পর্যটক বাড়বে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।