রাঙামাটি: জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন কল পেয়ে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী খ্যাত সাজেকের ঝরনা দেখতে এসে আটকে পড়া পর্যটককে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাজধানী ঢাকা থেকে বেড়াতে আসা সাতজনের একটি পর্যটক দল মঙ্গলবার সকালে সাজেক ভ্যালির সিকাম তৈসা ঝরনার সৌন্দর্য উপভোগ করতে সাজেকের পাহাড় থেকে দুই হাজার দুইশ’ ফুট নিচে চলে যায়।
এরপর পর্যটক দলের সদস্য মো. শারজিল আহমেদ খান (৩৩) হঠাৎ ঝরনার নিচে অসুস্থ হয়ে আটকা পড়েন। কিন্তু আটকে পড়া সদস্যকে উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হন সঙ্গীরা। পরে ওই দলের এক সদস্য ৯৯৯-এ কল দিয়ে সাহায্য চাইলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে সাজেকের প্যারাগন রিসোর্টে নিয়ে আসে।
সাজেক ভ্যালি পুলিশ ক্যাম্পের আইসি উপ-পরিদর্শক (এসআই) মো. মুশফিক বলেন, পর্যটক যেখানে আটকা পড়েছিলেন, সেখানে কোনো মানুষের বসবাস নেই। এসপি স্যারের নির্দেশে আমরা কয়েকজন পুলিশ সদস্য মিলে আটকে পড়া পর্যটককে উদ্ধার করেছি।
বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
এসআই