ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাণিজ্যমেলা

বাণিজ্যমেলায় হকার উচ্ছেদে অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
বাণিজ্যমেলায় হকার উচ্ছেদে অভিযান এক হকারকে নিয়ে যাচ্ছেন পুলিশ সদস্য। ছবি: দীপু মালাকার

ঢাকা: ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় বেড়েছে দর্শনার্থীদের পদচারণা। এ সুযোগে বেড়েছে হকারদের দৌরাত্ম্যও। তাই হকারদের উচ্ছেদে মেলা প্রাঙ্গণে অভিযান চালিয়েছে পুলিশ।

মেলার সহ-আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) নির্দেশে শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চলে। এসময় প্রায় ২০-২৫ জন হকারকে আটক করে তাদের মালামাল জব্দ করা হয়।

 হকারদের নিয়ে যাচ্ছে পুলিশ সদস্য।  ছবি: দীপু মালাকারঅভিযান অব্যাহত থাকবে জানিয়ে পুলিশ কর্মকর্তারা বলেন, হকারেরা ভোরে ভোরে দেয়াল টপকে মেলায় প্রবেশ করে। কিছু ফাঁকফোকর আছে, সেসব স্থান দিয়েও ঢোকে তারা। তবে হকার প্রবেশ বন্ধে সর্বোচ্চ সতর্ক থাকছে পুলিশ।

ইপিবি সূত্রে জানা যায়, মেলায় দর্শনার্থীদের নিরাপত্তা দেওয়ার জন্য আনসার, পুলিশ, ৠাব কাজ করছে।  বাণিজ্যমেলায় হকার উচ্ছেদে অভিযান।  ছবি: দীপু মালাকারইপিবির একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, মেলায় হকারদের উচ্ছেদে অভিযান চলছে। সামনের দিনগুলোতে এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
ওএফ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।