ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাণিজ্যমেলা

শীত কমায় মেলায় আইসক্রিমের কাটতি ভাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
শীত কমায় মেলায় আইসক্রিমের কাটতি ভাল স্টলে আইসক্রিমপ্রেমীদের ভিড়। ছবি: কাশেম হারুন

বাণিজ্যমেলা থেকে: প্রথম দু’সপ্তাহ ধরে শৈত্যপ্রবাহ থাকায় বাণিজ্যমেলা প্রাঙ্গণে আইসক্রিমের স্টলে বেচাকেনা অনেকটাই মন্দাভাব ছিলো। কিন্তু শৈত্যপ্রবাহ কেটে যাওয়ায় মেলায় আইসক্রিমের স্থলেই ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। আইসক্রিম বেচাও ভালো হচ্ছে বলে জানালেন বিক্রেতারা।

শনিবার (২০ জানুয়ারি) দুপুর থেকে মেলায় আইসক্রিমের ছোট ছাতার ও বড় প্যাভিলিয়নের সামনে প্রচুর ক্রেতা-আইসক্রিমপ্রেমীদের সমাগম দেখা গেলো। স্টলে আইসক্রিমপ্রেমীদের ভিড়।                     <div class=

ছবি: কাশেম হারুন" src="http://cdn.banglanews24.com/media/imgAll/2016October/bg/IGLOO-0220180120163315.jpg" style="border-style:solid; border-width:1px; margin:1px; width:100%" />ঈগলু, ও লাভেলোর মিনি প্রিমিয়ার প্যাভিলিয়নের ব্রান্ড প্রোমোটার বিক্রয়কর্মীরা বাহারি সাজে সেজে ক্রেতাদের নজর কাড়ছেন। ক্রেতাদের সরবরাহ করছেন আইসক্রিম।

ঈগলুর ব্রান্ড প্রোমোটার জান্নাতুল বলেন, শীত কমায় আইসক্রিম বেশি চলছে। মেলায় আসায় ক্রেতা- দর্শনার্থীরা ঈগলুর ১৩ আইটেমের আইসক্রিম বেশি ক্রয় করছেন। এর সঙ্গে রয়েছে ব্লাক ফরেস্ট, দই আইসক্রিম, মেগা, চকবার।

লাভেলোর প্যাভিলিয়ন ইনচার্জ আল মামুন বাংলানিউজকে বলেন, শৈত্যপ্রবাহ থাকায় প্রথম দিকে বেচাকেনা খারাপ ছিলো। বুধবার ১৭ জানুয়ারি হতে বিক্রি বেড়েছে। শুক্রবার সবচেয়ে বেশি চলেছে। আজ গরম পড়েছে আশা করি আরও ভাল চলবে। স্টলে আইসক্রিমপ্রেমীদের ভিড়।  ছবি: কাশেম হারুনআপনাদের স্টলে কত ধরনের আইসক্রিমের আইটেম আছে? জবাবে তিনি বলেন, কোম্পানির ৪০ আইটেমের মধ্যে মেলায় এনেছি ১৫ রকমের। চকোব্লাস্ট, শাহী খেজুর মালাই, হ্যাজেল বি, মিলি কোণ বেশি চলছে।

শুক্রাবাদ থেকে পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন আলতাফ হোসেন। সবাই আইসক্রিম খাচ্ছিলেন, বললেন গরম পড়ায় ভাল লাগছে আইসক্রিম।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।