ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বাণিজ্যমেলা

বাণিজ্যমেলার সময় বৃদ্ধির আবেদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
বাণিজ্যমেলার সময় বৃদ্ধির আবেদন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ফটকের ফাইল ছবি

বাণিজ্যমেলা প্রাঙ্গণ থেকে: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার সময় পাঁচদিন বাড়ানোর আবেদন করেছেন ব্যবসায়ীরা।

রোববার (২৮ জানুয়ারি) দুপুরে মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তা ও মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আব্দুর রউফ বাংলানিউজকে জানান, মেলার সময় পাঁচদিন বাড়ানোর জন্য ব্যবসায়ীরা আবেদন করেছেন। আমরা সে আবেদন বাণিজ্য মন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি।

মেলার সময় বাড়বে কি-না তা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

সিদ্ধান্ত কবে নাগাদ আসতে পারে জানতে চাইলে সদস্য সচিব বলেন, অপেক্ষায় আছি। ২/১ দিনের মধ্যেই সিদ্ধান্ত আসবে।  

প্রতি বছরের মতো এবারও ১ জানুয়ারি থেকে রাজধানীর আগারগাঁওয়ে শুরু হওয়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হওয়ার নির্ধারিত সময় ৩১ জানুয়ারি।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
এমএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।